মেসেঞ্জারে অনলাইন থাকলেও অফলাইন যেভাবে দেখাবে

মেসেঞ্জারে অনলাইন থাকলেও অফলাইন যেভাবে দেখাবে

আপনি যখন ফেসবুক বা মেসেঞ্জারে ঢুকবেন তখন আপনার ফ্রেন্ডলিস্টে কে কে অনলাইনে আছে তাদের নামের পাশে সবুজ একটিভ বাতি দেখতে পান। ঠিক তেমনি আপনি যখন অনলাইনে থাকেন তাহলে আপনাকেও তারা অনলাইনে দেখতে পাবে। কিন্তু আপনি যাদি না চান তাহলে আপনার একটিভ স্ট্যাটাস বন্ধ করে দিয়ে অনলাইনে থেকেও নিজেকে অফলাইনে দেখাতে পারবেন। আপনি অনলাইনে আছেন কিনা তা কেউ বুঝতে পারবে না।



মোবাইলে যেভাবে অনলাইন যেভাবে বন্ধ করবেনঃ

➤ আপনার মেসেঞ্জারে প্রবেশ করুন।

➤ এরপর আপনার প্রোফাইল এইকনে ক্লিক করুন।

➤ যে পেজটি ওপেন হবে সেখানে একটিভ স্ট্যাটাস দেখতে পাবেন।

➤ এবার একটিভ স্ট্যাটাস অফ (Off) করে দিন।

কম্পিউটারে যেভাবে করবেনঃ

➤ প্রথমে কম্পিউটারে আপনার ফেসবুক একাউন্ট লগ ইন (Log in) করুন।

➤ উপরে ডান পাশে "মেসেঞ্জার" আইকনে ক্লিক করুন।

➤ ক্লিক করার পর "থ্রি-ডট (Tree Dot) ⋯ " এ ক্লিক করুন।

➤ এখানে "Turnoff Acive status" এ ক্লিক করুন।

➤ এবার তিনটি অপশন দেখতে পাবেন। এখান থেকে "Turn of active status for all contacts" select করে দিন।


এখন থেকে আপনি অনলাইনে থাকলেও সবাই আপনাকে অফলাইনে দেখবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ