আপনার মোবাইল নিশ্চই Password,Pin অথবা Pettern লক করা আছে। কিন্তু Apps গুলুকি লক করেছেন? উত্তরে আপনি বলবেন হ্যাঁ, কিভাবে, নিশ্চই কোন Third party App এর মাধ্যমে? এ আবার নতুন কি।
কিন্তু ভেবে দেখুনতো, এভাবে যখন Third party App দিয়ে Application lock করবেন সেই App গুলুতে অজস্র বিজ্ঞাপন দেখাবে এবং আপনার মোবাইলে সব তথ্য হাতিয়ে নিচ্ছে। তবে আপনার যদি জানা থাকে Third party App ছাড়া মোবাইলের যেকোন Apps lock করতে পারবেন।
আসুন দেখি কিভাবে Whatsapp এ Fingerprint lock করবেনঃ
ধাপ-১ঃ প্রথমে Whatsapp ওপেন করুন
ধাপ-২ঃ এবার উপরের ডান পাশে কর্নারে Three dots (⋮) Manu-তে Click করুন।
ধাপ-৩ঃ তারপর Account (🔑) Option এ যান।
ধাপ-৪ঃ সেখান থেকে Privacy (🔒) Option-এ Click করুন।
ধাপ-৫ঃ এবার Page Scroll করে একেবারে নিচে চলে যান। দেখতে পারেন Fingerprint Lock option Desabled আছে। Click করে আপনার Fingerprint দিয়ে দিন।
এখন থেকে কেউ যদি লুকিয়ে আপনার Whatsapp এ ডুকতে চায়, আপনার Finger ছাড়া পারবে না।
ভিডিওঃ
Visit our Youtube Chennel: Android Teacher
0 মন্তব্যসমূহ