যেভাবে Whatsapp chat Pin (📌) করবেন

যেভাবে Whatsapp chat Pin (📌) করবেন

বলা বাহুল্যযে সবচেয়ে সেরা মেসেজিং App গুলুর মধ্যে Whatsapp এর স্থান সবার শীর্ষে । মেসেজ, অডিও- ভিডিও কল এবং যেকোন মিডিও ফাইল শেয়ার করতে Whatsapp একটি দূর্দান্ত এপ। প্রতিদিন আপনিও নিশ্চয়ই অনেক জনের সাথে Whatsapp এ চ্যাট করেন? এবং পাশাপাশি এমন কেউ আছে যার সাথে কিছুক্ষন পর পর Whatsapp এ কথা বলতে হয়। তাই সবার মেসেজের ভিরে সেই প্রিয় বা প্রয়োজনীয়  Contact যাতে হারিয়ে না যায় তাই আপনি সেই চ্যাট Pin করে রাখতে পারেন। এতে করে যত মানুষ মেসেজ করুক না কেনো, Pin করা ব্যাক্তিটি থাকবে সবার উপরে, সব সময়। আসুন দেখি কিভাবে চ্যাট Pin করবেন।



ধাপ-১ঃ প্রথমে আপনার Whatsapp ওপেন করুন।

ধাপ-২ঃ এবার আপনি আপনার চ্যাটলিস্ট দেখতে পাবেন।

ধাপ-৩ঃ যে ব্যাক্তির চ্যাট সব সময় সবার উপরে রাখতে চান তাহলে সেই ব্যাক্তির নামের উপর টাচ করে ধরে রাখুন।

ধাপ--৪ঃ এবার সেই কাঙ্ক্ষিত চ্যাট Mark হবে।

ধাপ-৫ঃ Mark হবার উপরে ৪টা আইকন দেখতে পবেন। প্রথম এই (📌) আইকনটিতে ক্লিক করুন। 

এখন থেকে আপনি যত জনের সাথেই চ্যাট করেন, এই পিন (📌) করা চ্যাট থাকবে সবার উপরে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ