IMO কেউ ব্লক করলে কিভাবে বুঝবেন?

IMO কেউ ব্লক করলে কিভাবে বুঝবেন?

 ইমুতে কেউ আপনাকে ব্লক করলে বোঝার উপায় আছে? হ্যা আছে,

আসলে অন্যান্য মেসেজিং এপের থেকে ইমু একটু আলাদা, যেমন, মেসেঞ্জারে যদি কেউ আপনাকে ব্লক করে আপনি সেটা বুঝতে পারবেন। কিন্তু ইমুতে বোঝাটা খুবই কঠিন।

এখন এসুন কিভাবে বুঝবেন কেউ আপনাকে ইমুতে ব্লক করেছে কি না।

প্রথমে এমন একজনের প্রোফাইলে যান, যার সাথে আপনার প্রতিনিয়ত কথা হয়। এরপর তার হাতের ডান পাশে উপরে Three Dots manu তে ক্লিক করুন। এখানে আপনি ৬টি অপশন পাবেন।

Share-Add to Favouites-Shortcut-Accuse-Block

এবার সেই প্রোফাইলে যান যে আপনাকে ব্লক দিয়েছে বলে আপনার মনে হচ্ছে। যদি সে ব্লক না দিয়ে থাকে তাহলে Share-Add to Favouites-Shortcut-Accuse-Block এই ৬ টা অপশন পাবেন।

আর যদি ব্লক করে থাকে, তাহলে Add to Favouites-Shortcut-Accuse-Block এই ৫টি অপশন দেখতে পাবেন। মানে Share অপশনটি থাকবে না। তাহলে আপনাকে বুঝতে হবে সেই ব্যাক্তি আপনাকে ব্লক করে রেখেছে।

যদি আর্টিক্যাল পড়ে  বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি দেখতে পারেনঃ 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ