২০১৩ সালে প্রথম Launch করা ফাইল শেয়ারিং এপ হিসেবে যাত্রা শুরু করে Shareit। সেই থেকে Android এবং ISO বাজারে রাজত্ব করে আছে। Shareit ছাড়া স্মার্টফোন কল্পনাই করা যায় না। আর সেই সুযোগটা কাজে লাগিয়ে বড় ধরনের বিজ্ঞাপন বাণিজ্য করে যাচ্ছে Shareit। Shareit দিয়ে একটা ফাইল শেয়ার করতে ব্যবহারকারীকে ৩-৪ টা বিজ্ঞাপন দেখতে হয়। বিরক্তিকর এসব বিজ্ঞাপন থেকে রেহাই পেতে Shareit এর বিকল্প অনেক আগে থেকে তালাস করছে ।
ভিডিওঃ
তাই Shareit Lite হতে পারে Shareit এর উৎকৃষ্ট বিকল্প। Shareit Lite এর Interface খুবই সহজ। এতে নেই কোন বিজ্ঞাপনের ঝামেলা। ২০১৯ সালের ৭-ই আগষ্ট প্রথম বাজারে আসে Shareit Lite। Shareit এর একটি Hostes app হচ্ছে Shareit Lite। এই এপটি দিয়ে Shareit এর সাথেও ফাইল আদান-প্রদান করা যায়।
0 মন্তব্যসমূহ