মোবাইলে প্রতিদিন কতবার টাচ করেন?

মোবাইলে প্রতিদিন কতবার টাচ করেন?

 সকালে ঘুম থেকে উঠে মোবাইল হাতে না নিলে মনে হয়না একটা সকালের সূচনা হয়েছে। কি, ঠিক বলিনি? এরপর সেই মোবাইলটা হয়ে যায় আমাদের সারা দিনের অবিচ্ছেদ্য এক সঙ্গি। নাস্তার টেবিল থেকে শুরু করে রাতে ঘুমনোর আগে পর্যন্ত সে যেনো সব।দিনে যদি ঘন্টার হিসেব করে ১২ ঘন্টারও বেশি এই ডিভাইসটি নিয়েই আমাদের জীবন। এবার ভাবুনতো আমরা মোবাইলের প্রতি কতটা আশক্তি।

যাই হোক, যদি ১০ ঘন্টা হিসেব করেন, তাহলে আপনার মোবাইল স্ক্রিনে দিনে কতবার টাচ করা হয়? জানলে চোখটা হয়তো চরখ গাছে উঠতে চাইবে।

আমাদের ইউটিউবঃ 



আমি একদিন পরিক্ষার করার জন্য মোবাইলে স্থাপন করলাম টাচ কাউন্টার নামের এপ। ১০ দিন ব্যবহারের সর্বোচ্চ রেকর্ড করেছি। একদিন আমার ৫৯৭৩ বার টাচ করা হয়েছে।

কি, একটুও অবাক হননি? ঠিক আছে, তাহলে আপনি নিজে এপটি ব্যবহার করে দেখুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ