যেকোন ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করুন

যেকোন ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করুন

ফেসবুক, ইউটিউব অথবা অন্য যেকোম ওয়েবসাইট ব্রাউস করার সময় আমরা মাঝে মাঝে কিছু ভিডিও দেখি। আবার কোন টিউটোরিয়াল, বা গাইডলাইন ভিডিও ডাউনলোড করতে হয়।



যদি ইউটিউব এর কথায় আসি। ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য আমরা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকি। আবার ফেসবুক থেকে পছন্দের ভিডিও ডাউনলোড করতেও আলাদা আলাদা সফটওয়্যার ব্যবহার করতে হয়। আর অন্যন্য ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করার ক্ষেত্রে কিছুটা ঝামেলা পোহাতে হয়।

কিন্তু কেমন হয় যদি একটা ছোট Extension ব্যবহার করে ইউটিউব,ফেসবুক তথা সকল ওয়বসাইট থেকে ভিডিও ডাউনলোড করা যায়?

কম্পিউটারে Crome  Browser আছে নিশ্চই। অবশ্যই থাকবে। যদি না থাকে এখনই ইনস্টল করুন।

আর ইন্টারনেট থেকে ভিডিও ডাউনলোড করতে Crome এর Video Dawnloader Plus নামের এই Extension দিয়ে। আপনি যে ওয়েব পেইজে থাকবেন সেই পেজে ভিডিও থাকলে Extension এ ক্লিক করলে ভিডিও ডাউনলোড শুরু হয়ে যাবে। তবে এটা দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড করত্র একটু সমস্যা হতে পারে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ