মোবাইলের ব্রাইটনেস ও ভলিয়মের নিরাপদ লেভেল কতটুকু?

মোবাইলের ব্রাইটনেস ও ভলিয়মের নিরাপদ লেভেল কতটুকু?

 ভুলে যাওয়া উচিৎ নয়, প্রত্যেকটা জিনিসসের একটা মাত্রা আছে। আর যখন কোন জিনিসের মাত্রা ছাড়িয়ে যা তখনই সেটা খারাপ হতে থাকে। আমাদের প্রিয় স্মার্টফোনটিও এর ব্যতিক্রম নয়।

তাই আজকে আমরা জানবো মোবাইল ২টি অতি দুরূত্বপূর্ন Option নিয়ে।

১) ব্রাইটনেসঃ অতি আলো আমাদের চোখের ক্ষতির কারন। আর মোবাইল Display থেকে প্রতিনিয়ত ক্ষতিকারক আলোকরশ্নি বের হতে থাকে। তাই আমাদের উচিৎ যতটা সম্ভব Display Brightness কমিয়ে মোবাইল ব্যবহার করা।

) ভলিয়মঃ ধরুন সবার সামনে আপনার মোবাইল বেজে উঠেছে। আর নষ্ট Speakar এ Ringtone বাজছে। কি অপ্রিতিকর পরিস্থিতি বলুনতো? কিন্তু আপনার অজান্তে নিজের Speakar নষ্টের জন্য দায়ী। কারন আপনি সবসময় এমন Sound Level দিয়ে রাখেন যার ফলে কয়েকদিন পরে নতুন মোবাইলের  Speakar নষ্ট হয়ে যায়।

কিভাবে এই Settings গুলু করবেন, জানতে ভিডীওটি দেখুনঃ 




একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

নামহীন বলেছেন…
Bhai video kothay dekhte parchina
Android Teacher বলেছেন…
https://youtu.be/GW4qmbUEKwU