নাম্বার গোপন রেখে কল করবেন কিভাবে?

নাম্বার গোপন রেখে কল করবেন কিভাবে?

 এর জন্য আপনি ২টি পদ্ধতি অবলম্বন করতে পারেন।


১) থার্ডপার্টি এপঃ প্লে স্টোরে Briliant এর মত কিছু এপ পাবেন, যেখানে আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে আইডি ভেরিফাই করে একটা ইউনিক নাম্বার পাবেন। সেই নাম্বারে টাকা রিচার্জ করে খুবি কম রেটে নিজের নাম্বার ব্যবহার না করে কল করে কথা বলতে পারেন।



২)বিভিন্ন সাইটঃ এই পদ্ধতি খুবই সহজ। আপনি গুগলে globphon লিখে সার্চ করলে একটা ওয়েবসাইট আসবে। এখানে আপনি যার নাম্বারে কল দিবেন তার নাম্বার তুলে ১-২ মিনিট ফ্রি কথা বলতে পারবেন। আপনি যতবার,কাওকে কল করবেন, নাম্বার ততবার পরিবর্তন হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

নামহীন বলেছেন…
Mm444