মোবাইল স্ক্রিন বন্ধ থাকলেও সময় উঠে থাকবে

মোবাইল স্ক্রিন বন্ধ থাকলেও সময় উঠে থাকবে

 আমাদের মোবাইল ফোনে অনেক মজার মজার ফিচার আছে। জানা না থাকার কারনে ব্যবহার করতে পারি না এবং এর জন্য প্লে-ষ্টোর বা বিভিন্ন ওয়েবসাইট থেকে এপ ইন্সটল করে ব্যবহর করে থাকি। আজকের আর্টিকেল এ আমরা মোবাইলের এমন মজার একটা ফিচারের কথা বলবো।




সময়, হ্যা সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের প্রতিটা ক্ষন চলতে হয়। কিন্তু অবাক করা তথ্য হলেও সত্যিযে, মানুষ এখন ঘড়ি পরা দিন দিন কমিয়ে দিচ্ছে। কারন আমাদের হাতে থাকা স্মার্টফোনের কারনে আমরা খুবই স্মার্ট হয়ে গেছি।

এবার চলুন মূল কথায়, মোবাইল স্ক্রিন বন্ধ থাকলেও কিভাবে সব সময় দেখা যাবে ঘড়ি বা সময়। প্রত্যেক স্মার্টফোনে এই সেটিং টা আছে।

প্রথমে আপনার মোবাইলের সেটিংস এ জান। এরপর নিচের ধাপ অনুসরন করুন,,,,

settings-lock screen-always on Display

এবার  চালু করে clock সিলেক্ট করে দিন।  ব্যাস আপনার কাজ শেষ।

যদি এভাবে না হয় তাহলে এই ধাপ অনুসরন করুন

Settings-Display-screen saver-clock/time

পোষ্ট ভাল লাগলে শেয়ার করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ