নির্দিষ্ট সময় পর্যন্ত ফোন লক করে রাখার সবচেয়ে সেরা অ্যাপসটি হচ্ছে Lock Me Out। এতে আপনি নির্দিষ্ট সময় সেট করে দিতে পারবেন৷ একবার লক করে দিলে আপনি চাইলেও ফোনটি আনলক করতে পারবেন না৷ এমনকি ফোন restart করার পরও না৷ যদি নির্দিষ্ট সময়ের আগে খুলতে চান তাহলে কোম্পানিকে একটা পে করতে হবে৷ পাশাপাশি আপনি কোন কোন সময়ে ফোন বন্ধ করে রাখতে চান তা Shedule করে রাখতে পারবেন৷ ওয়েবসাইট কিংবা অ্যাপস ব্লক করে রাখা যায়৷ পাশাপাশি কতটুকু ফোন ব্যবহার করলেন তার ওপর ভিত্তি করেও এটি ফোন বন্ধ করে রাখবে৷ তবে আপনি অ্যাপসটি ব্যবহারকালে ফোন কল আসা বা ইমারজেন্সি কাজগুলো করতে পারবেন তাতে কোন সমস্যা আপনার হবেনা৷ এমনকি চাইলে ২০ সেকেন্ডের জন্য ঢুকতে পারবেন আপনার ফোনে৷
বিস্তারিতঃ
0 মন্তব্যসমূহ