আপনি যদি Messenger - এর নিয়মিত ব্যবহার কারী হয়ে থাকেন তাহলে Secret Conversation নিশ্চই অবগত আছেন। Secret Conversation নাম দেয়া হলেও এতে এমন কোন Secret নেই। আর তাই Messenger কতৃপক্ষও তেমন একটা সন্তুষ্ট নয়। আর ব্যবহারকারী হিসেবে আমিও সন্তুষ্ট না।
কিন্তু Messenger এর নতুন যে ফিচার আনা হয়েছে, সেটা খুবই কার্যকরী। Vanish Mood এ চ্যাট করলে সে চ্যাট ডিলিট করতে হয়না। শুধুমাত্র চ্যাট ইন্টারফেস Swipe করে সব চ্যাট ডিলিট করা যায়।
কিভাবে Vanish Mood এ চ্যাট করবেন?
মনে করুন আপনি কারো সাথে চ্যাট করছেন। এখন এমন কিছু কথা তার সাথে বলবেন যা খুবই Confidential বা Secret । কোন ভাবে কোন চ্যাট History রাখতে চান না। আপনার Conversation উপরে Swipe করুন। নিচে লক্ষ করলে দেখতে পাবেন একটা লেখা এসেছে "Hold to turn on vanish mood" ।
এক এক সেকেন্ডেরও কম সময় লেখাটি পরিবর্তন হয়ে যাবে "Release to turn on vanish mood" ।
এখন আপনি এখানে নিশ্চিন্তে চ্যাট করতে পারেন। Confidential চ্যাট শেষ হয়ে গেলে উপরে দেখতে পাবেন "Turn off vabish mood"।
এখানে ক্লিক করলে Vanish Mood অফ হয়ে যাবে সাথে সাথে সেই মেসেজগুলুও Vanish হয়ে যাবে।
0 মন্তব্যসমূহ