কম্পিউটারে কোন ফাইল বা ফোল্ডার ডিলিট না হলে কি করবেন?

কম্পিউটারে কোন ফাইল বা ফোল্ডার ডিলিট না হলে কি করবেন?

কম্পিউটারে এমন কিছু ফাইল বা ফোল্ডার আছে যেগুলু ডিলিট,রিনেম কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় কপি বা মুভ করা যায়না বা হয়না। এই ফাইল গুলু বিব্রতকর। ডিলিট করার সময় এমন কিছু পপ আপ নোটিফিকেশন দেখায় যা আসলে কম্পিউটারের আসে পাশেও নেই।





তো এই ফাইল গুলি কিভাবে ডিলিট বা এই সমস্যা কিভাবে ফিক্স করা যায়?

কয়েকটা পদ্ধতিতে করতে পারেন, তবে আমি এমন একটা সফটওয়্যারের কথা বলছি যেই  সফটওয়্যারের মাধ্যমে অইসব বেয়াদপ ফাইল বা ফোল্ডার ডিলিট, রিনেম, কপি-পেস্ট খুব সহজে করা যাবে।

সফটওয়্যারটির নাম Unlocker । এই সফটওয়্যারের দ্বারা সেইসব ফাইল-ফোল্ডার খুব সহজে ডিলিট করতে পারবেন। তবে আপনি আবার আপনার Windows ফাইল-ফোল্ডার ডিলিট করবেন না। শুধু মাত্র সেই সকল ফাইল-ফোল্ডার ডিলিট করবেন যেগুলু আপনি নিজে বানিয়েছেন এবং কোন কারনে ডিলিট হচ্ছে না। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ