মোবাইলে ডাইর লেখা যায়?

মোবাইলে ডাইর লেখা যায়?

 আপনি অনেক মানুষ খুজে পাবেন যারা নিয়মিত ডাইরি লেখে। যে কথা বা অনুভূতি কারো সাথে ভাগাভাগি করা যায়না, সেই না বলা কথাগুলু ডাইরির পাতায় লিখে রাখে। শুধু  কথা বা অনুভূতি নয়, প্রত্যেকটি মুহূর্ত ডাইরির পাতায় স্বৃতি করে রাখতে ভালবাসে। আবার যখন ইচ্ছে হয়, পেছনের পাতা উল্টিয়ে সেই স্বৃতিগুলুকে কল্পনায় বাস্তবে উপলব্ধি করে।



কিন্তু সেই পৃষ্ঠার ডাইরিটা যদি কোন একদিন হারিয়ে যায়, যদি নষ্ট হয়ে যায়? সব অতীত নিমেশেই মুছে যাবে। এই আশঙ্কা থেকে ডাইরি লেখক/লেখিকাদের বের করে আনতে মোবাইলে বিভিন্ন ধরনের Note পাওয়া যায়।


প্রযুক্তির উতকর্ষতায় ৪-৫ ইঞ্চির একটা মোবাইলে বিশ্বকে কতটা সহজ করে দিয়েছে তা আর নতুন করে নাইবা বললাম। যারা নিয়মিত ডাইরি লেখে তাদের যদি হারিয়ে যাওয়ার শঙ্কা থাকে তাহলে  Note এপে নিজেরদের লেখা সংরক্ষন করতে পারবে। Note গুলুতে Google Account লগ ইনের সুবিধা থাকায় হারিয়ে যাওইয়ার কোন ভয় থাকেনা।

তাছাড়া হাতে লেখা ডাইরি সব জায়গায় বহন করে নিয়ে যাওয়া কষ্টসাধ্য। কিন্তু Note ব্যবহার করলে যে কোন সময় যেকোন জায়গায় পড়া ও লেখা যাবে।


Google play store এ এমন অনেক Note পাবেন। যেগুলু হতে পারে আপনার নিত্য দিনের ডাইরি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ