কিভাবে ফেসবুকের ইনেকটিভ ফ্রেন্ড রিমুভ করবেন?

কিভাবে ফেসবুকের ইনেকটিভ ফ্রেন্ড রিমুভ করবেন?

 আপনার ফেসবুক আইডি যত পুরাতন হবে ততই বাড়বে ফ্রেন্ডদের সংখ্যা। তার সাথে পাল্লা দিয়ে নিষ্ক্রিয় ফ্রেন্ড। আপনার টাইমলাইনে কিছু শেয়ার করলেন হাজারের উপরে ফ্রেন্ডস থাকা সত্যেও গুটি কয়েক লাইক কমেন্ট আসে। এটা নিশ্চই আপনার কাম্য নয়। এমন অনেক আছে যারা আর ফেসবুক ব্যবহার করছে না। আবার কেউ মাসে ২-১ বার ঢুকে কেউ বা বছরে একবার। কেউ নিয়মিত কিন্তু আপনার পোষ্টে লাইক কমেন্ট করছেন। তাদের ফ্রেন্ডলিষ্টে রেখে আপনিকি ফ্রেন্ডলিষ্ট ভারি করতে চান? নিশ্চই না।



আবার তাদের এক এক করে unfriend করাও বেশ সময় সাপেক্ষ। কিন্তু ভাবুনতো, যদি মাত্র কয়েক মিনিটে সকল inactive ফ্রেন্ডদের আনফ্রেন্ড করা যেতো, তাহলে কত ভালো হতো। কিন্তু এমন কোন সুবিধা আছে?


হ্যা আছে। তবে ফেসবুকে এমন কোন অপশন নেই। এর জন্য আপনি কয়েকটা পন্থা অবলম্বন করতে পারেন। 

মোবাইলে wiki browser install করে একটা fb toolkit নামের Extension ব্যবহার করে। তবে কম্পিউটার দিয়ে কাজটা হাজার গুন সহজ হবে। Google Crome এ কিছু Extension আছে যেগুলু দিয়ে খুব সহজে এমনকি এক ক্লিকেই  inactive friends রিমুভ করে দিতে পারে।


এখানে তিনটি এক্সটেন্সন দেয়া হল আপনি যেকোন একটা দিয়ে করতে পারেনঃ

1. Facebook Friends Remover - Batch Delete 2020

2. friendfilter

3. Friend Ranking - Unfriend Toolkit for FB

এই ৩টি extension এর যেকোন একটি দিয়ে আপনার সুবিধা মত কাজ চালাতে পারেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ