Whatsapp sms মুছে গেলে ফিরিয়ে আনার উপায়

Whatsapp sms মুছে গেলে ফিরিয়ে আনার উপায়

সভাবতই আমাদের মোবাইল দিয়ে কল করে কথা বলি। বা sms এর মাধ্যমে তথ্য আদান প্রদান করে থাকি। কিন্তু যখন কথা আসে কোন ফাইল আদান-প্রদানের তখন ব্যবহার করি কোন অনলাইন চ্যাট মাধ্যম, হতে পারে Whatsapp, viber, wechat সহ আরো অনেক কিছু।




এগুলু ব্যবহার ব্যাক্তিগত বা পেশাভিত্তিক জীবনে। তাই অবশ্যই এখানে জরুরি অনেক ফাইল, ছবি বা ভিডিও থাকে। কিন্তু যদি এমন হয়, আপনার whatsapp এর সকল চ্যাট কোন ভাবে মুছে গেছে? তখনকোন উপায় আছে এগুলু ফিরিয়ে আনার?
যদি বলি না,  তাহলে হয়তো একটু কষ্ট লাগবে। তবে মুছে যাওয়ার আগে যদি আপনি ছোট একটা বুদ্ধি কাজে লাগান তাহলে মুছে যাওয়া সব চ্যাট।
আপনি whatsapp চ্যাট backup দিয়ে রাখতে পারেন।

Daily-Weekly-Monthly

 Settings এ দিয়ে চ্যাট লিস্ট backup দিয়ে রাখুন
Settings>chats>chats backup.
backup চ্যাট save হবে আপনার google drive এ।

মুছে যাওয়ার পর আপনি আবার সেই চ্যাট গুলু restore করতে পারবেন।
ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ