Talkback/Screen reader কি, কিভাবে কাজ করে?

Talkback/Screen reader কি, কিভাবে কাজ করে?

 এন্ড্রোয়েড মোবাইলে কিছু ফিচার আছে যা খুবই চমকপ্রদ। আপনি যদি মোবাইলের settings নিয়ে ঘাটা ঘাটি করে তাহলে এমন কিছু ফিচার পাবেন, যার জন্য আপনাকে কো Application ব্যবহার করতে হবে না । এর মধ্যে একটা ফিচার Talkback/Screen reader অন্যতম।



Talkback/Screen reader কি?

আমরা নিশ্চই Google Assitance এর কথা জানি? Google Assistance এর সাথে আপনি কথা বলতে বলতে পারবেন এবং কিছু দরকার হলে google থেকে সার্চ করতে পারবেন। তবে Talkback/Screen reader এমন কিচজু নয় বটে। কিন্তু এটা আপনার মোবাইল ব্যবহারে সাহায্যকারী বলতে পারেন। আপনি যখন  Talkback/Screen reader অপশনটি চালু করে রাখবেন তখন এটি আপনার স্ক্রিন পড়ে শোনাবে।

এখন প্রশ্ন হতে পারে এটা আপনার কি কাজে আসবে? মোবাইলে যে লেখা পড়তে বা বুঝতে সমস্যা হবে সেখানে Touch করলে একটা Automatic voice সে অংশটি পড়ে দিবে।

কিভাবে কাজ করে?

কিভাবে কাজ করে ইতোমধ্যে বলা হয়ে গেছে। এটা আসলে মোবাইলের এক ধরনের চালিকা সহায়ক। আমাদের স্মার্ট ফোনটি আরো স্মার্ট করে তুলতে এবং ব্যবহর সহজ করে তুলতে এ ধরনর অনেক ফিচার এড করা হয়েছে। আপনিও ব্যবহার করে দেখুন।

Talkback/Screen reader কিভাবে চালু করবেনঃ

Settings>Accessibility>Screen reader>on

বা,

Settings>Accessibility>Talk Back>on

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ