ফেসবুকে বিভিন্ন Style এর front দিয়ে পোষ্ট

ফেসবুকে বিভিন্ন Style এর front দিয়ে পোষ্ট

আপনি হয়তো দেখে থাকবেন অনেকে ফেসবুক পোষ্ট হরেক রকম Style front ব্যবহার করে। যদি আপনি এমন front এর লেখা পোষ্ট দিতে চান তবে আপনাকে বিকল্প পন্থা বেছে নিতে হবে। কারন ফেসবুকের এমন নিজস্ব অপশন নেই।



এখানে এমন কিছু website এর লিংক দেয়া হয়েছে। এখানে আপনি পোষ্ট লিখে সেটা বিভিন্ন Style এ Generate করার পর copy করে ফেসবুকে post করতে পারবেন।

1. coolsymbol.com

2. fancytextguru

3. lingojam.com

4. poemofquotes.com

5. gypu.com

Italic ও Bold পোষ্ট 

ফেসবুক পোষ্টে কিছু শব্দ Hightligh করতে হলে সেটা পাঠকদের নজরে আনা দরকার। এর জন্য পোষ্টের কিছু লেখা হয়তো Italic ও Bold করতে হয়। তবে এর জন্য কোন website সাহায্য নিতে হবে না। কিন্তু কম্পিউটারে করতে হবে। মোবাইল দিয়ে Italic ও Bold করতে  পারবেন না। আমরা Microsoft word এ Italic ও Bold করার জন্য ctrl+U Italic এবং Ctrl+B Bold করে থাকি ঠিক কম্পিউটার দিয়ে পোষ্ট লেখার সময় এভাবে করলেই হয়ে যাবে।

আর এন্ড্রোয়েড দিয়ে করতে চাইলে আপনাকে keyboard ব্যবহার করতে হবে। নিচ এমন একটি keyboard এর Dawnload link দেয়া হলো।

front keyboardclick here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ