Recycle Bin কি?
কম্পিউটারের Recycle Bin-এর সাথে সবাই পরিচিত। কম্পিউটারের কোন ফাইল ডিলিট করলে সেটা Recycle Bin-এ জমা থাকে, Recycle Bin থেকে ডিলিট না করলে সেই ফাইল পুনরায় Restore করা সম্ভব।
মোবাইলে Recycle Bin ব্যবহারঃ
কিন্তু মোবাইলে Recycle Bin থাকলে খুবই উপকার হত, তাইনা? অবশ্যই হ্যা। বর্তমানে এন্ড্রোয়েড নতুন ভার্শন গুলুতে Galary এবং File manager-এ Recycle Bin দেয়া হয়েছে। যে কোন সময় ভুল বসত Galary তে থাকা ছবি, ভিডিও ডিলিট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে ডিলিট হয়ে যাওয়া ফাইল Recycle Bin এ জমা হয়ে যায়। আবার আমরা যখন ইচ্ছেকৃতভাবে কিছু ডিলিট করবো তখন এর আগে Permission চাইবে আপনি Recycle Bin এ জমা রাখতে চান কিনা। তবে এর জন্য আপনাকে Galary settings এ গিয়ে Recycle Bin চালু করে রাখতে হবে।
এখন কথা হচ্ছে যদি মোবাইলে Recycle Bin না থাকে? সহজ উত্তর, প্লে-স্টোর বা গুগোলে গেলে অনেক Application পাবেন।
0 মন্তব্যসমূহ