Focus Mode কি? Focus Mode কি কাজে লাগে?

Focus Mode কি? Focus Mode কি কাজে লাগে?

 Android এর নতুন ভার্সন ব্যবহার করে থাকলে আগের ভার্সন থেকে  অনেক বেশি ফিচার দেখতে পাবেন। আসলে এগুলু যুক্ত করা হয়েছে ব্যবহারকারীদের সুবিধার জন্য। কিন্তু অনেক ব্যবহার কারী জানে না এই নতুন ফিচার গুলুর কাজ। আজকে আমরা এমনি এক ফিচার নিয়ে কথা বলবো।

 Focus Mode কি

মনে করুন আপনি অনলাইনে মিটিং করছেন, ক্লাস করছেন বা কোন গুরুত্বপুর্ণ কাজ করছেন। কিছুক্ষন পরপর মোবাইলে থাকা এপ থেকে নোটিফিকেশন আসে, যা ওই সময়ের জন্য খুবই বিরক্তিকর। এই বিরক্তিকর নোটি, মেসজ বা কল বন্ধ রাখতেই  Focus Mode


Focus Mode কিভাবে কাজ করে?

আচ্ছা, আপনি যখন Focus Mode অন করবেন তখন ২টা অপশন আসবে। ২টা অপশন মোটামোটি একই,শুধু আপনার প্রয়োজনমত অন করে নিবেন। তাহলে আর কোন নোটিফিকেশন আসবে না।

বিস্তারিত বুঝতে ভিডিওটি দেখুনঃ




এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, প্রত্যেক এপের জন্যতো সেটিংস-এ নোটি বন্ধ করার অপশন আছে, তাহলে Focus Mode এর দরকার কি ছিলো?

যৌক্তিক প্রশ্ন, কিন্তু প্রত্যেক এপের ভেতরে গিয়ে নোটিফিকেশন বন্ধ করা আবার চালু করা, এটাকি চারটিখানে বিরক্তির করা। তাই Focus Mode এর মাধ্যমে এক ক্লিকে অফ-অন করতে পাবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ