এন্ড্রোয়েড মোবাইলে DND (Do not Disturb) mode কি? কিভাবে করে?

এন্ড্রোয়েড মোবাইলে DND (Do not Disturb) mode কি? কিভাবে করে?

 DND কি?

DND-এর অর্থ হচ্ছে Do Not Disturb।  অর্থাৎ, আপনি এই feature চালু করে রাখার পর মোবাইলে কেউ কল দিলে কোন শব্দ হবেনা। আসুন একটু বিস্তারিত জানি।



DND কিভাবে কাজ করে?

সকন এন্ড্রোয়েড মোবাইলে sound, vibration & silent mode আছে। যেনো ব্যবহারকারীরা নিজেদের পরিবেশ অনুযায়ী মোবাইলকে সেই পরিবেশের আওতাধীন করে রাখতে পারে। তাহলে প্রশ্ন আসতে পারে এসবতো আছেই, তাহলে DND mode এর দরকার কি?


মনে করুন আপনি খবই গুরুত্বপূর্ণ একটা মিটিং এ আছেন। সেখানেতো মোবাইলে ringtone mode দিয়ে রাখতে পারবেন না। আবার vibration mode-এ অনেকেই বিব্রত হয়। আবার  silent করতেও পারছেন না। ঠিক এই সময় গুলুতে DND mode কাজে লাগে। DND চালু করলে আপনার মোবাইলে কল আসলে শব্দ, কম্পন হবেনা। শুধু স্ক্রিনে ভেসে উঠবে কল এসেছে। এছাড়া আপনি মোবাইলে যদি remainder, alarm ইত্যাদি দিয়ে রাখেন সেগুলু তাদ্রর মত করেই কাজ করবে। মানে তারা DND mode এর আওতায় আসবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ