কিভাবে সর্বোচ্চ রেজুলেশনে ছবি সেভ করবেন

কিভাবে সর্বোচ্চ রেজুলেশনে ছবি সেভ করবেন

কারো সাথে গুরতে যাওয়া, কোন পার্টি এটেন্ড করা, অথবা যে কোন অনুষ্ঠানে চবি তোলা প্রচলিত ফ্যাশন হয়ে গেছে।




সত্যিকার অর্থে বলতে গেলে ছবি না ওঠালে একন কোন পার্টি পার্টি মনে হয়না।  ঠিক তেমন ভাবে শুধু যে নিজের ক্যামেরা ব মোবাইল দিয়ে ছবি ওঠানো হয় তা না। অন্যের সাথে অন্যের ডিভাইস দিয়েও তোলা হয়। পার্টি শেষে যখন বাসায় ফিরেন তখন এসেই অন্যের ডিভাইসে তোলা ছবি গুলু সংগ্রহ করতে থাকেন। Mesenger হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম। কিন্তু মেসেঞ্জারে ৮-৯ মেগাবাইটের ছবি পাঠালে সেভ করার সময় সেটা সর্বোচ্চ কয়েকশত কিলোবাইট হয়। মানে ছবির রেশুলেশন ৯০% কমে যায়।
তবে কয়েকটা মাধ্যম আছে সেখানে ছবি আদান-প্রদান করলে click রেসুলেশন ও send & download রেসুলেশন একই থাকে।

1. gmail
2. Whatsapp
3. Viber
4. Google drive

আশা করি পোস্টটা আপনার কাজে আসবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ