এক ক্লিকে বের করুন খুঁজে না পাওয়া সব কিছু

এক ক্লিকে বের করুন খুঁজে না পাওয়া সব কিছু



আপনার কম্পিউটার বা লেপটপের হার্ডডিস্ক নিশ্চই ৫০০ জিবি?

 ওহ, আমার ভুলও হতে পারে, হতে পারে আপনার হার্ডডিস্ক ১ টেরা। ব্যবহারের দিন যত বাড়বে  হার্ডডিস্ক -এ ফাইলের পরিমান বাড়তে থাকবে এটাই স্বাভাবিক। মনে করার চেষ্টা করুনতো, আপনার  হার্ডডিস্ক-এ কি কি ফাইল আছে? কখনই পারবেন না। এটা যেমন আপনি ভুলে গেছেন সাথে সাথে এও ভুলে গেছেন আপনি কয়েকদিন আগে কি কি ফাইল স্টোর করেছেন। ১ বছর আগে রাখা কোন ফাইল যদি এখন আপনার দরকার হয় তাহলে আপনি কি করেন? কি আর করেন, খুজতে খুজতে সকল ড্রাইভের ১২ টা বাজান।

তারপর মনে পরে কম্পিউটারে একটা সার্চ অপশন আছে। কিন্তু সার্চ করতে গেলে চুল ছেড়া অবস্থা হয়। কারন, কোন কিছু সার্চ দিলে সেটা বের করতে আপনার অপারেটিং সিস্টেম অনন্তকাল লাগিয়ে দেয়। 

এই অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্যই এত কিছু লেখা হলো। যেখানে একটা ফাইল খুঁজে বের করতে অপারেটিং সিস্টেমের অনন্তকাল লাগে, সেখানে কিন্তু ছোট একটা Software এক সেকেন্ডেরও কম সময়ে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি খুঁজে বের করে দিবে। Software এর নাম Everything । 

বিশ্বাস হচ্ছেনা? এখনই পরিক্ষা করে দেখুন।

Download Here: Everything


[ছবিঃ সংগৃহীত]

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ