ইউটিউব থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করার পদ্ধতি

ইউটিউব থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করার পদ্ধতি

ইউটিউবে আমরা হাজারও ধরনের ভিডিও দেখি। কিছু ভিডিও শুধু দেখা পর্যন্তই সীমাবদ্ধ, আবার কিছু ভিডিও নিজেদের প্রয়োজনে সংরক্ষন করতে হয়। কিন্তু এখানেই সমস্যা, কারন আপনি সরাসরি ইউটিউব থেকে কোন ভিডিও ডাউনলোড করতে পারবেন না। কারন ডাউনলোড ফিচারটি ইউটিউবে নেই। তবে কি আপনার ডাউনলোড করা হবেনা? অবশ্যই হবে।




কিভাবে করবেন? আজকে ৩টি পদ্ধতি শেয়ার করবো,

পদ্ধতি-১ঃ
প্রথমে যে ভিডিওটি ডাউনলোড করবেন সেটি প্লে করুন। এরপর ওই ভিডিওর URL এ ক্লিক করুন


এরপর www. এর পর ss যুক্ত করে Enter বা Go প্রেস করুন


আপনার সামনে এমন একটা পেজ চালু হবে


এখানে যে রেজুলেশনে  Select করে ডাউনলোড করতে পারবেন।

পদ্ধতি-২ঃ 
প্রথমে যে ভিডিওটি ডাউনলোড করবেন সেটি প্লে করুন। এরপর ওই ভিডিওর URL এ ক্লিক করুন
এরপর আগের পদ্ধতি অনুযায়ী URL এ ক্লিক করে  www. এর পর 100 যুক্ত করে Enter বা Go প্রেস করুন


এরপর একট নতুন পেজ আসবে, আপনি ভিডিও ডাউনলোড করার পাশাপাশি অডিও ফরমেটও ডাউনলোড করতে পারবেন।

পদ্ধতি-৩ঃ

এটা ২য় পদ্ধতির মত একই, শুধু ১০০ এর পরিবর্তে 10- যোগ করবেন।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ