এন্ড্রোয়েড ১০ এর কয়েকটি ফিচার্স - অবশ্যই আপনার জানা উচিত

এন্ড্রোয়েড ১০ এর কয়েকটি ফিচার্স - অবশ্যই আপনার জানা উচিত

Android Tricks: এন্ড্রোয়েডের আগে ভার্সনে এমন কিছু Features দেয়া হয়নি যেটা আপনি Android-10 পাচ্ছেন। আগের ভার্সনে এই Features ব্যবহার করতে হলে আমাদের বিভিন্ন Apps ব্যবহার করতে হতো। সেসব কথা মাথায় রেখে এন্ড্রয়েডের নতুন ভার্সনে চমৎকার এই ফিচার দেয়া হয়েছে।


Android 10 features


  Screen Recorder: আপনি হয়তো বিভিন্ন প্রয়োজনে মোবাইল স্ক্রিন রেকর্ড করেন। এর জন্য আপনি প্লে-স্টোর থেকে AZ screen recorder, Du recorder ইত্যাদি ব্যবহার করেন। কিন্তু Android-10 এর আর এসব অ্যপের দরকার হবেনা। কারন মোবাইলের  Quick Panel এ Screen Recorder দেয়া আছে।





Smart Pop-up view:  এন্ড্রোয়েডের এই ফিচারটি খুবই চমৎকার। এর মাধ্যমে অ্যাপের ভিতরে যে কোন অ্যাপ ব্যাবহার করা যায়। মোবাইল ডিসপ্লের উপর কাঙ্ক্ষিত অ্যাপ আকারে ভেসে উঠবে এবং এভাবে ব্যবহার করা যাবে।






Power button: যে কোন মোবাইলের সবচেয়ে গুরুত্বপুর্ন অংশ হচ্ছে এর Power button। নষ্ট হয়ে গেলে কতটুকু যন্ত্রনা পোহাতে হয় যাদের নষ্ট হয়েছে শুধু তারাই বুঝে। এসব কথা মাথায় রেখে উপডেট ভার্সন গুলুতে Quick Panel Power button দেয়া হয়েছে।



এছাড়াও আরও অনেক Features এন্ড্রোয়েডের আপডেট ভার্সনে যুক্ত করা হয়েছে। তাই নিজের মোবাইলের সেটিংস একটু ঘাটাঘাটি করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ