ধুরুন মোবাইলে একটা এপ দিয়ে গুরুত্বপূর্ণ কাজ করছেন। এমন সময় হুট করে Add ভেসে উঠলো। যেটা খুবই বিরক্তিকর। আপনার কাছে বিরক্তিকর কিনা জানিনা, কিন্তু আমার কাছে খুব বিরক্ত লাগে। আপনার কাছেও লাগার কথা। যদি এই বিরক্তিকর এড ব্লক করতে চান তাহলে দুই ভাবে করতে পারেন। একটি হচ্ছে কোন এপ এর মাধ্যমে, আরেকটি মোবাইলের সেটিংস থেকে।
আজকে কথা বলবো মোবাইলের সেটিংস থেকে কিভাবে এড ব্লক করবেন। প্রথমে মোবাইলের সেটিংস এ প্রবেশ করুন। সার্চবার এর DNS লিখে সার্চ করুন। সার্চ করার পর নিচে দেখবেন Private DNS নামের একটা Option আছে সেখানে টাচ করুন। এরপর Select private DNS mode Private DNS provider hostname select করে টাইপ করুন dns.adguard.com লিখে save করুন। কাজ শেষ। এখন আর কোন এড শো করবে না।
0 মন্তব্যসমূহ