আমাদের জীবনের এক অপরিহার্য অংশ হয়ে দাড়িয়েছে আমাদের প্রিয় মোবাইল ফোনটি।একটা মুঠো ফোনে সব কিছু থাকায় এক মুহূর্তের জন্য মোবাইল ছাড়া থাকার কথা চিন্তাই করতে পারিনা। তবে মোবাইল যেমন আমাদের উপকারে আসছে, অপকারও কিন্তু কোন অংশে কম নয়। নিজের কথাই একবার ভাবুন। সারাদিনে কত ঘন্টা মোবাইল ব্যবহার করেন? নেশা জাতীয় দ্রব্যের মত মোবাইল Addiction খুবই খারাপ।
তাই আপনার এই Addiction নিয়ন্ত্রন করার জন্য Play Store কিছু App পাওয়া যায়, ওই এপ ব্যবহারের ফলে আপনি জানতে পারবেন দৈনিক কত ঘন্টা আপনি মোবাইল ব্যবহার করেন, কোন এপে দৈনিক কটুকু সময় দেন। এ ছাড়াও আপনার যদি মনে হয় প্রতিদিন অনেক বেশি সময় আপনি মোবাইল ব্যবহার করেন যেটা কমানো দরকার,তাহলে ওই এপে আপনি টাইম রিমাইন্ডার দিয়ে রাখতে পারবেন। সেই সময় শেষ হলে এপটি এলার্মের মাধমে জানিয়ে দেবে সময়সীমা। নিচে একটি App Suggest করলাম, এটা Google Play Store এ সবচেয়ে জনপ্রিয় App.
Your Hour: [Click Here]
[image:google]
0 মন্তব্যসমূহ