এক সঙ্গে ১০০ ছবি পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে

এক সঙ্গে ১০০ ছবি পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে




হোয়াটসঅ্যাপ ব্যবহার সহজ করতে এবং হোয়াটসঅ্যাপে ছবি শেয়ারে উদ্ভুদ্ধ করতে এখন থেকে হোয়াটসঅ্যাপে এক সাথে ১০০০ ছবি শেয়ার করা যাবে। এমনটাই জানিয়েছে মেটার মালিকানাধীন এই মেসেজিং অ্যাপ। মেসেজ পাঠানোর পাশাপাশি ছবি এবং ভিডিও শেয়ারিং এর নির্ভরযোগ্য হোয়াটসঅ্যাপ। আর তাই ছবি ও ভিডিও শেয়ারিং এর জন্য ইন্টারনেট ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপকে বেছে নেই।

এর আগে হোয়াটসঅ্যাপে ৩০টির বেশি ছবি একসঙ্গে পাঠানো যেতো না। নতুন এই আপডেটের ফলে এখন থেকে ১০০টি ছবি এক সঙ্গে পাঠানো যাবে। এতে ব্যবহারকারীরা আরো বেশি বেশি ছবি শেয়ার করতে পারবে। এতে ব্যবহারকারীরা খুশি। হোয়াটসঅ্যাপ কতৃপক্ষ জানিয়েছে এক সাথে এত ছবি শেয়ার করা হলেও ছবির গুনগত মান নষ্ট হবে। এর ফলে প্রাপক ছবির অরিজিনিয়াল কোয়ালিটির ছবি দেখতে পাবে।

তবে এই সুবিধা এখনও সবার জন্য উন্মুক্ত করা হয়নি। বিশেষ কিছু ডিভাইসে এই সুবিধা চালু করা হয়েছে পরিক্ষামূলকভাবে। পরিক্ষামূলকভাবে সফল হলে সকল এন্ড্রোয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য ব্যবহারের সুযোগ করে দেবে।


Follow:

Facebook-1: A.K.M. Mostafizur Rahman 

Facebook-2: Emon Bhuiyan

Facebook Page: Android Teacher


YouTube  Channel:

Channel-1: Android Teacher

Channel-2: Jana Ojana

Channel-3: Youtube Explainer



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ