প্রতিদিনের কাজ মনে করিয়ে দেবে অ্যাপ

প্রতিদিনের কাজ মনে করিয়ে দেবে অ্যাপ

আপনার পার্সোনাল এসিস্ট্যান্ট ছোট একটি অ্যাপ-TickTick


Ticktick task reminder app


আপনি প্রতিদিন অনেক কাজ করেন। এক কাজের চাপে হয়তো অন্য আরেকটি কাজ ভুলে যান। আপনাকে আপনার সারাদিনের কাজ মনে করিয়ে দেবে ছোট একটি অ্যাপ৷ অফিসের কাজ কিংবা বাসার কাজ। ছাত্র-ছাত্রীদের পড়ালেখার হোম-ওয়ার্কসহ সবার জন্য এই অ্যাপটি খুব কার্যকরী। দৈনিক অসংখ্য কাজের ফাকে কোন কাজ বাকি থাকার আর সুযোগ নেই।




শুধু তাই নয় অফিসের কাজ শেষ করে বাসার যাওয়ার পথে স্ত্রী সন্তান বা মা-বাবা যদি কিছু নিতে বলে তাও মনিয়ে করিয়ে দেবে এই ছোট অ্যাপটি। আপনার সন্তানের স্কুলের হোম-ওয়ার্ক আর মিস হবে না। আপনার সন্তানের স্কুল হোম-ওয়ার্কের কথা আপনাকে মনে করিয়ে দেবে অ্যাপ। আপনার মোবাইলে আপনার সন্তানের প্রতিদিনের হোম ওয়ার্ক এড করে রাখুন। সময়মত অ্যাটি আপনাকে এলার্মের মাধ্যমে মনে করিয়ে দেবে তার কোন হোম-ওয়ার্ক করতে হবে।




অ্যাপটি প্রথমে আপনাকে প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে হবে। TickTick। এবার আপনার কাজ হচ্ছে প্রতিদিন সকালে উঠে আপনার প্রতিদিনের কাজগুলু অ্যাপে যুক্ত করা। যে কাজটি যখন করবেন কাজের টাইটেল ও বিবরন লিখে অ্যাপে যুক্ত করে দিতে হবে। যে কাজের জন্য যে সময় সেট করবেন ঠিক সেই সময় অ্যাপটি আপনার নোটিফিকেশনর মাধ্যমে মনে করিয়ে দিবে। আপনি চাইলে এলার্মও সেট করে রাখতে পারেন।




এছাড়া অ্যাপটির ওয়েব ভার্সনও TickTick আছেন। আপনি যখন কম্পিউটারে কোন কাজ করবেন তখন ওয়েব সাইটে গিয়েও আপনার কাজ যুক্ত করে দিতে পারেন। এছাড়া আপন চাইলে ওয়েব সাইট টাস্ক এড বা রিমুভ এবং এডিট করতে পারবেন।  


Follow:

Facebook-1: A.K.M. Mostafizur Rahman 

Facebook-2: Emon Bhuiyan

Facebook Page: Android Teacher


YouTube  Channel:

Channel-1: Android Teacher

Channel-2: Jana Ojana

Channel-3: Youtube Explainer


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ