ফেসবুকে Two Factor Authentication কোড না আসলে সমাধান কি?

ফেসবুকে Two Factor Authentication কোড না আসলে সমাধান কি?

ফেসবুক টু-ষ্টেপ অথেন্টিকেশন সমাধান

Facebook Two Factor Authentication Problem Solved Bangla

আরও পড়ুনঃ আপনার ফেসবুক আইডি কেউ হ্যাক করেনিতো?

গ্রাহকের ফেসবুক নিরাপত্তার জন্য গ্রাহকের প্রোফাইলে বিভিন্ন রকম সেটিংস দেয়া হয়েছে। এসব সেটিংস এর মধ্যে Facebook Two Step Authentication খুবই জরুরী একটা সেটিং। প্রথমে জেনে নেয়া যাক Facebook two step authentication কি?


একটা ফেসবুক প্রোফাইলে লগ ইন করতে হলে মোবাইল নাম্বার বা ইমেইল আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন হয়। অর্থাৎ কোন একটা ফেসবুক আইডির মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড হলেই সেই আইডিতে লগ ইন করা যায়। সেক্ষেত্রে ফেসবুক আইডির নিরাপত্তা কিছুটা শিথিল হয়ে যায়। তাই গ্রাহকের ফেসবুক আইডির নিরাপত্তার সার্থে সকল ফেসবুক একাউন্টে Two Factor  Authentication নামে আরও একটা নিরাপত্তার লেয়ার যুক্ত করেছে। এর কাজ কোন হচ্ছে যদি কোন ব্যবহারকারী তাদের ফেসবুক একাউন্টে Two Factor Authentication চালু করে রাখে তাহলে ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর তাদের মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে। সেই কোন না দেয়া পর্যন্ত ফেসবুকে লগ ইন করা যাবে না।

তবে এই নিরাপত্তা লেয়ার নিজে অনেক ব্যবহারকারী একটা বড় সমস্যার সম্মুখীন হয়। তা হলো মাঝে মাঝে ভেরিফিকেশন কোড আসে না বা তাদের মোবাইল নাম্বার হারিয়ে যায়। এমন অনেক ব্যবহারকারীর পক্ষ থেকে বলা হচ্ছে তাদের মেসেজে কোড আসে না ফলে তারা তাদের আইডিতে লগ ইন করতে পারছে না আইডি এক প্রকার হারানোর অবস্থা।

আপনিও যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আজকে এর পূর্ন সমাধান পাবেন। আপনার মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোড ছাড়াই আপনি আইডিতে লগ ইন দিতে পারবেন Recover Codes ব্যবহার করে। Recovery Code হলে আর মোবাইলের ভেরিফিকেশন কোড প্রয়োজন হবে না। আপনি আপনার ফেসবুক আইডির Recovery Codes কোথায় পাবেন?

ভিডিওতে ধাপে ধাপে দেখানো হয়েছে কিভাবে ভেরিফিকেশন কোড  ছাড়া Recovery Code ব্যবহার করে ফেসবুক আইডিতে লগ ইন করতে পারেন।



Follow:

Facebook-1: A.K.M. Mostafizur Rahman 

Facebook-2: Emon Bhuiyan

Facebook Page: Android Teacher


YouTube  Channel:

Channel-1: Android Teacher

Channel-2: Jana Ojana

Channel-3: Youtube Explainer


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ