মোবাইল চুরি হওয়ায় সাথে সাথে কি করা উচিৎ?

মোবাইল চুরি হওয়ায় সাথে সাথে কি করা উচিৎ?

মোবাইল চুরি হলে কি করা উচিৎ?




বর্তমান সময়ে সবার কাছে প্রিয় নিজেদের মোবাইল ফোন। ১ মিনিটের জন্যও আমরা আমাদের মোবাইলটি হাত ছাড়া করতে চাইনা। কারন আমাদের মোবাইলে নিজেদের অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে। এছাড়াও সোসস্যাল একাউন্ট, ব্যাংক একাউন্ট সহ বিভিন্ন একাউন্ট লগ ইন করা থাকে। কোন ভাবে যদি মোবাইল চুতি হয়ে যায় তাহলে বিপদের সম্ভাবনা থাকে।

যদি আপনার মোবাইল চুরি হয়ে যায় তাহলে মোবাইলকে সাথে সাথে নিজের নিয়ন্ত্রনে আনতে হবে যাতে করে মোবাইল থেকে কোন তথ্য অন্যের হাতে না যায়। চুরি হয়ে যাওয়া মোবাইল কয়েকটি পদ্ধতির মাধ্যমে ফিরে পাওয়া সম্ভব বা মোবাইল লক করে দেয়া যায়।

মোবাইল চুরি হওয়া মাত্র কি কি করতে হবে?

পকেটে হাত দিয়ে যদি দেখেন মোবাইল নেই তাহলে আপনার জিমেইল একাউন্ট ব্যবহার করে মোবাইল ফিরে পেতে পারেন। চুরি হয়ে যাওয়া মোবাইলে নিশ্চই একটা জিমেইল আইডি দিয়ে সাইন ইন করা আছে। আপনি অন্যকোন মোবাইল দিয়ে Google গিয়ে সার্চ করুন Find My Device। আপনার মোবাইলে যে জিমেইল আইডি যুক্ত করা আছে সেই জিমেইল দিয়ে Find My Device এ সাইন ইন করুন। সাইন ইন করার পর আপনার মোবাইলের নাম ও মডেল নাম্বার আসবে এবং লাইভ লোকেশন দেখা যাবে।

নিচের দিকে তিনটা অপশন পাবেন প্রথম অপশনে টাচ করলে আপনার মোবাইলে ফুল ভলিয়ম রিং বেজে উঠবে। মনে রাখবেন যার হাতে আপনার মোবাইল থাকবে সে কিন্তু এই রিংটোন বন্ধ করতে পারবে না। যেহেতু মোবাইল ফুল ভুলিয়মে বেজে উঠবে তাই কাছা কাছি চোর থাকলে আপনি তাকে ধরতে পারবেন। পরবর্তী পোষ্টে বাকি দুইটা অপশন নিয়ে বিস্তারিত আলোচনা করবো।


Follow:

Facebook-1: A.K.M. Mostafizur Rahman 

Facebook-2: Emon Bhuiyan

Facebook Page: Android Teacher


YouTube  Channel:

Channel-1: Android Teacher

Channel-2: Jana Ojana

Channel-3: Youtube Explainer

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ