এয়াটেল থেকে এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার করুন | Airtel Balance Transfer

এয়াটেল থেকে এয়ারটেল সিমে ব্যালেন্স ট্রান্সফার করুন | Airtel Balance Transfer

এয়ারটেল নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করুন





এয়ারটেল থেকে এয়ারটেল নাম্বারে যেকোন সময় সাথে সাথে ব্যালেন্স ট্রান্সফার করুন। যেকোন প্রয়োজনে আপনার এয়ারটেল নাম্বার থেকে অন্য এয়ারটেল নাম্বারে ১ মিনিটে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। দুইটি উপায়ে এক এয়ারটেল নাম্বার থেকে অন্য এয়ারটেল নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করা যায়। ডায়াল পেডে কোড ডায়াল করে এবং My Airtel অ্যাপের মাধ্যমে। তবে My Airtel অ্যাপ দিয়ে ব্যালেন্স ট্রান্সফার খুব সহজ। আজকে আপনাদের দেখানো হবে কিভাবে My Airtel অ্যাপের সাহায্যে ব্যালেন্স ট্রান্সফার করবেন।

কেনো ব্যালেন্স ট্রান্সফার করবেন?

ধরা যাক আপনার এয়ারটেল সিমে অনেল ব্যালেন্স জমা পরে আছে খরচ হচ্ছে কম। আপনার পরিচিত কাওকে অতিরিক্ত ব্যালেন্স ট্রান্সফার করে তার কাছ থেকে নগদ টাকা নিতে পারবেন। এতে আপনার টাকা সাশ্রয়ের পাশাপাশি কিছু টাকা আয় করা হলো। আবার, বিশেষ কোন প্রয়োজনে আপনার পরিবার বা আত্মীয়ের এয়ারটেল নাম্বারে টাকার প্রয়োজন হতে পারে সে ক্ষেত্রে আপনি তাদের এয়ারটেল নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। আপনি যদি কারও কাছে ছোট খাটো ঋন থাকেন তাহলে ব্যাকেন্স ট্রান্সফার করে সেই ঋন পরিষোধ করতে পারবেন।


কিভাবে এয়ারটেল থেকে এয়ারটেলে ব্যালেন্স ট্রান্সফার করবেন?

কোন ঝামেলা ছাড়াব এয়ারটেল নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য My Airtel ব্যবহার করুন। My Airtel অ্যাপ ডাউনলোড করার জন্য প্রথমে প্লে-ষ্টোর থেকে My Airtel অ্যাপ ডাউনলোড করুন। এবার অ্যাপটি চালু করুন। এবার অ্যাপে আপনার এয়ারটেল নাম্বার দিয়ে সাইন আপ করার জন্য Sign Up বাটনে ক্লিক করে আপনার নাম্বার দিন। আপনার নাম্বারে একটা OTP আসবে OTP দিলেই সাইন আপ হয়ে যাবে।

My Airtel অ্যাপে আপনার সিমের যাবতীয় তথ্য দেখতে পাবেন। এবার ব্যালেন্স ট্রান্সফার করার জন্য Quick Links নামের সেকশনে Balance Transfer অপশনে টাচ করুন। পরবর্তী পেজে যে নাম্বারে টাকা পাঠাতে চান সেই নাম্বার দিন ও এমাউন্ট সিলেক্ট করুন এবং Transfer এ ক্লিক করুন। Pop up  নোটিফিকেশনে Confirm এ টাচ করুন। তারপর আপনার মোবাইলে একটা OTP কড যাবে কোডটি দেয়া মাত্র ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে। এভাবে খুব সহজে মাত্র ১ মিনিটে যেকারো এয়ারটেল নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করুন।



Follow:

Facebook-1: A.K.M. Mostafizur Rahman 

Facebook-2: Emon Bhuiyan

Facebook Page: Android Teacher


YouTube  Channel:

Channel-1: Android Teacher

Channel-2: Jana Ojana

Channel-3: Youtube Explainer

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ